ভাবি যখন বউ - পর্ব ১২-১৩ । Golpo Porun
ভাবি যখন বউ
(জুয়েল)
This Photo is from Google
ভাবি যখন বউ - পর্বঃ ১২
৩০ মিনিট পর অবন্তীদের বাসায় গেলাম, কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি অবন্তীর আম্মু, আমাকে দেখেই মোটামুটি একটা টাসকি খেলো। খাওয়ার কথা যেখানে জুয়েলকে বলতে বলতে আসেনা, সেখানে নিজে থেকেই এসে হাজির তাও আবার রাতের বেলা।
শাশুড়িঃ আরে জুয়েল! আসো বাবা আসো।
আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখতেছে আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি উনার সাথে কৌশল বিনিময় করলাম।
শ্বশুরঃ অবন্তী রুমে আছে যাও।
আমিঃ যাবো এখন না, একটু পর।
শ্বশুরঃ তাহলে বসো, গল্প করি।
ভাবি যখন বউ - সকল পর্ব
আমি উনার পাশে গিয়ে বসলাম, বাবা মায়ের কথা জিজ্ঞেস করলো, চাকুরীবাকরির কি খবর জিজ্ঞেস করলো।
আমিও উনার পাশে বসে সব কিছুর উত্তর দিচ্ছি।
কিছুক্ষণ পর অবন্তী আসলো আমাকে দেখে ভুত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলো, আমি ওরে পাত্তা না দিয়ে আবারও শ্বশুরের সাথে কথা বলতে লাগলাম।
একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। একটু পর অবন্তী আসলো,,,
অবন্তীঃ কি ব্যাপার তুমি এখানে আসছো কেন??
আমিঃ সেটা আপনাকে কেন বলবো????
অবন্তীঃ আজব তো! আমার রুমে এসে শুয়ে আছো অথচ আমাকেই বলবে না।
আমিঃ আমি আমার বউয়ের রুমে আসছি। আপনার সমস্যা কোথায়?
অবন্তীঃ জুয়েল এসবের মানে কি?
আমিঃ মানে খুব সোজা। আমি আমার বউয়ের কাছে আসছি আর বউয়ের সাথেই থাকবো।
অবন্তীঃ দেখো জুয়েল ভালো হবে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করবো।
আমিঃ তো করেন, দেখি কে আসে?
অবন্তী একটু ভয় পেয়ে গেলো। তারপর আমার একটু সামনে আসলো।
অবন্তীঃ জুয়েল তুমি সত্যি করে বলো তো কেন আসছো?
আমিঃ কেউ একজন কে অনেক ভালোবেসে ফেলেছি। ওরে ছাড়া থাকতে পারছিনা তাই চলে আসলাম।
অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো তারপর আমার পাশে এসে বসলো।
অবন্তীঃ কাকে ভালোবাসো????
আমিঃ যে এখন আমার পাশে বসে আছে।
অবন্তীর চোখে পানি টলোমলো করতেছে, আমি ওর একটা হাত ধরে বললাম....
আমিঃ আমি কি এতোই বাজে? এতোই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না?
অবন্তীঃ........ (চুপ করে আছে)
আমিঃ এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নিবেন না। আবার এটাও জানি কোনো এক কারনে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলে তো আমি এই পৃথিবী ছেড়ে......(শেষ করার আগেই মুখ হাত দিয়ে দিলো)
অবন্তীঃ না প্লিজ। এগুলো ভুলেও মুখে আনবে না। একজন কে হারিয়ে ফেলেছি, আর কাওকে হারাতে চাইনা। এই সব কিছুর জন্য আমি অনেক অনেক সরি।
আমিঃ তো কেন এমন করলেন আমার সাথে, আমার দোষটা কি ছিলো???
অবন্তীঃ তুমি যখন মাহির বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলতেছিলে সেটা দেখে আমার ভিতর একটা মোছড় দেয়। মনে হলো আমি খুব দামি একটা জিনিষ হারিয়ে ফেলতেছি।
তোমার আড়ালে আমি লিমাকে সব বলি তখন উনি হাসি মুখে সব বলে দেয় যেটা তোমার আর ওর প্ল্যান ছিলো। তবুও আমার মনে একটা ভয় ছিলো যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারো হয়ে যাও। সেজন্য সেদিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম।
আমিঃ সেটা নাহয় বুঝলাম কিন্তু আমি এক্সিডেন্ট হওয়ার পর একবারও যাননি কেন?
অবন্তীঃ গিয়েছি সেটা তুমি দেখার আড়ালে। তুমি যখন ঘুমে থাকতে তখন যেতাম। আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়্র আবার চলে আসতাম।
আমিঃ কিন্তু এতো নাটক করার মানে কি?
অবন্তীঃ জুয়েল! তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলো নি। উলটো লিমাই আমাকে বলেছে,,,,
আমিঃ তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসেতো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথেই খবিশ টা দিবো।
অবন্তীঃ সেটা নাহয় ঠিক আছে, কিন্তু একবার কল করে বললে কি এমন ক্ষতি হয়ে যেতো?
আমিঃ ক্ষতি হতো না, ইচ্ছা ছিলো বাসায় গিয়ে বলবো। আচ্ছা সেদিন রাতে আমাকে এতো অপমান কেন করলেন তাহলে?
অবন্তীঃ জুয়েল! আমি জানি তুমি অনেক ভালো। তোমাকে হিট করার মতো কোনো কথা আমার কাছে ছিলো না। তাই সেদিন আবোলতাবোল কি বলছি নিজেও জানি না।
আমিঃ তো কেন বললেন?
অবন্তীঃ তোমার ভাইয়া যখন ছিলো তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিলো। কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে।
আমিঃ আপনিই তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেজন্যই তো ফ্লোরে থাকতাম।
অবন্তীঃ জুয়েল জানো তোমার ভাইয়াকে এতো ভালোবেসে ছিলাম যে, তোমার ভাইয়ার জায়গায় অন্য কাওকে কোনো দিন কল্পনাও করতে পারিনা। তাই তোমাকে কথা গুলো বললাম।
কিন্তু সত্যি কথা হচ্ছে এইভাবে তো আর লাইফ যায় না।
আমিঃ তো আমাকে বলতেন,,,,
অবন্তীঃ সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে আমি কি কিছু করতে পারতাম?
আমিঃ সেটা নাহয় পারতেন না কিন্তু পরে বলতেন সব পুরুষ সমান। শুধু মেয়েদের সাথে থাকতে চায়,,,
অবন্তীঃ মোটেও না।
আমিঃ তো এতো কিছু করার কারন টা কি????
অবন্তীঃ দেখলাম।
আমিঃ কি দেখলেন?
অবন্তীঃ আমার বরটা আমাকে ভালোবাসে কিনা!
আমিঃ তাই নাকি?
অবন্তীঃ হুম।
আমিঃ তো কি রেজাল্ট পেলেন?
অবন্তীঃ সেটা জানি না তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীদের মধ্যে আমিই একজন। যে তোমার ভাইয়ার মতো ছেলেকে পেয়েছি। নিজের বাবা মায়ের চাইতেও ৩ গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর সেরা ভাগ্যবতী এই জন্য,,, সব শেষে তোমাকে পেয়েছি।
আমিঃ........ (কি বলবো বুঝতে পারছিনা)
অবন্তীঃ খুব ভালোবাসি তোমায়, বলে বুঝাতে পারবো না।
আমিঃ কিন্তু আপনি যে বললেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে আমি তো আয়মানকে বলে দিছি অন্য মেয়ে খুঁজতে।
অবন্তীঃ ওই কি বললে তুমি? খুন করে ফেলবো।
আমিঃ কেন আপনিই তো বললেন।
অবন্তীঃ আমি বললেই কি করতে হবে।
আমিঃ হুম, আপনার আবদার না রেখে পারি?
অবন্তীঃ খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে। পারবো তোমাকে অন্য কারো হতে দিতে।
আমিঃ....... (চুপ করে রইলাম)
অবন্তীঃ ভাবতেছি আপনাকে এখন কি বলে ডাকবো, ভাবী নাকি অবন্তী????
অবন্তীঃ মাইর খাবা কিন্তু, ভাবি কেন ডাকবে হুম? আচ্ছা মাঝেমাঝে ভাবি ডাকিও। ভাবি ডাক শুনার মাঝেও অন্যরকম একটা আনন্দ আছে।
আমিঃ ও তাই নাকি?
অবন্তীঃ হুম। বাট একটা শর্ত আছে!
আমিঃ কি সেটা?
অবন্তীঃ আজ থেকে আপনি নয় তুমি করে বলতে হবে।
আমিঃ হুম।...... (কিছুক্ষণ চুপ করে রইলাম)
অবন্তীঃ এই জুয়েল! চুপ করে আছো কেন?
আমিঃ ভাবতেছি।
অবন্তীঃ কি ভাবছো?
আমিঃ আব্বু আম্মুর ইচ্ছা টা কিভাবে পূরণ করবো। আজ থেকে কার্যক্রম শুরু করবো কিনা সেটা ভাবছি।
অবন্তীঃ কোন ইচ্ছা?
আমিঃ ওই যে নাতী/নাতনীর ইচ্ছাটা।
অবন্তী লজ্জায় লাল হয়ে গেলো। তারপর বললো....
অবন্তীঃ এই একদম ফাজলামো করবে না।
আমিঃ ফাজলামো করি তাই না!!
এই কথা বলেই অবন্তীর হাতটা ধরে একটা টান দিলাম। অবন্তী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকের উপর এসে পড়লো....
অবন্তীঃ এই জুয়েল শোনো শোনো।
আমিঃ হুম বলো।
অবন্তীঃ তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করা।
আমিঃ হুম, ছিলো বাট এখন বলে লাভ কি?
অবন্তীঃ বলে লাভ আছে। আমাদের বিয়েটা আবারও হবে এন্ড সেটা তোমার ইচ্ছা মতোই।
আমিঃ অনেক টাকা লাগবে কিন্তু পাবো কোথায়?
অবন্তীঃ সেটা তুমি জানো বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় যাবো না। আর আমাকে টাচও করতে দিবো না।
আমিঃ এটা কেমন কথা?
অবন্তীঃ যেটা বলেছি সেটাই হবে।
আমিঃ আরে ধুর, এই মুহূর্তে টাকা কই পাবো আর আব্বু আম্মুকে কি বলবো?
অবন্তীঃ আচ্ছা আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার।
আমিঃ আচ্ছা দেখি কি করা যায়।
অবন্তীঃ হুম দেখো, আর এখন নিচে থাকবা।
আমিঃ মানে! সব কিছুতো ঠিক আবার নিচে কেন?
অবন্তীঃ কোনো কিছুই ঠিক নেই। বলছিনা অনুষ্ঠান ছাড়া তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দিবো না।
আমিঃ এটা কোনো কথা, নিচে থেকে থেকে আমার সমস্যা হয়ে গেছে। প্লিজ আজকে অন্তত উপরে থাকতে দাও।
অবন্তীঃ ওকে দিবো বাট একটা শর্ত আছে।
আমিঃ আবার কি শর্ত?
অবন্তীঃ আমাকে টাচ করতে পারবে না। দুজনের মাঝখানে কোলবালিশ থাকবে।
আমিঃ আচ্ছা বাবা ঠিক আছে, তারপরও উপরে থাকি।
অবন্তীঃ ওকে ওই পাশে গিয়ে শুয়ে পড়ো।
আমিঃ আপনি ঘুমাবেন না?
অবন্তীঃ বলছিনা তুমি করে বলতে।
আমিঃ ও সরি,,,
অবন্তীঃ তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো।
কি আর করা মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সব সময় কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমাই।
রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নাড়াচাড়া করছে, কিন্তু কোলবালিশ এতো নরম কিভাবে হয়। আস্তে করে তাকিয়ে দেখি কোল বালিশ নিচে পড়ে আছে আর অবন্তী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এইজন্যই তো বলি কোল বালিশ এতো নরম কেন!!!
এটা যে আসল কোলবালিশ, যাইহোক আমিও কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম।
সকালে ঘুম থেকে উঠলাম কারো মিষ্টি হাসি দেখে। বাহ! ভেজা চুল দেখে আবারও ক্রাশ খেলাম।
উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে আবার রুমে এসে অফিসের জন্য রেড়ি হয়ে নিলাম। অবন্তী রুমে আসলো....
অবন্তীঃ এই তুমি কি এখন চলে যাবে?
আমিঃ হুম।
অবন্তীঃ আচ্ছা সাবধানে যেও, আর যাওয়ার পর আমাকে একটা কল দিও। ওকে.???
আমিঃ ওকে, ওইটা কি দেখেন তো?
অবন্তীঃ কোনটা?
এ কথা বলে আমি যেদিকে ইশারা করেছি অবন্তী সেদিকে তাকালো আর আমি এই সুযোগে ওর গালে একটা ভালোবাসার স্পর্শ একে দিলাম।
অবন্তী লজ্জায় লাল হয়ে গেলো।
অবন্তীঃ এটা কি করলে?
আমিঃ কোনটা?
অবন্তীঃ এই যে এক্ষুনি দিলা।
আমিঃ আমার বউকে আমি দিয়েছি, আপনার সমস্যা কোথায়?
অবন্তী হাসতে শুরু করলো।
আমিঃ এই রাতে আসবো?
অবন্তীঃ জি না মশাই, আপনি আর এই বাসায় আসবেন না। আবার বিয়ের জন্য প্রিপারেশন নেন। নতুন বউ সেজে আপনাদের বাসায় যাবো। তখন পেট ভরে আদর করিয়েন। এর আগে যাতে আপনার চেহারাও না দেখি।
আমিঃ আমাকে ছাড়া থাকতে পারবে?
অবন্তীঃ না পারার কি আছে? এই তুই বকবক না করে অফিসে যাও। দেরি হয়ে যাচ্ছে,,, আর হে আমি আব্বু আম্মুকে আবার বলে দিবো।
আমিঃ ওকে,,
অবন্তীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আজকে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে।
তারপর অফিসে চলে গেলাম, সারা দিন অফিসে কাজ করলাম এর মধ্যে বেশ কয়েকবার অবন্তীর সাথে কথা হলো।
বিকালবেলা আয়মানকে কল দিয়ে আসতে বললাম, ওর সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিলাম। অবন্তীর কথা গুলো বলতে লাগলাম।
আয়মানঃ যাক বাবা, বেঁচে গেলাম। জানিস জুয়েল আমি কতো টেনশনে ছিলাম।
আমিঃ আরে আমিও তো অনেক টেনশনে ছিলাম। যে অবন্তী আব্বু আম্মুকে ছাড়া কিছু বুঝে না সে কি করে আবভ আম্মুকে ছাড়া থাকবে।
আয়মানঃ হুম সেটাই। যাইহোক সব কিছু মিটমাট হয়েছে।
আমিঃ নারে আরো বড় একটা প্যারায় ফেলেছে আমাকে।
আয়মানঃ আবার কি?
আমিঃ আমাদের বিয়ের তো কোনো অনুষ্ঠান হয়নি, আবার অনেকে জানেও না। তাই অবন্তী চাইছে বড় করে অনুষ্ঠান করে ওরে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে যেতে।
আয়মানঃ ভালো তো। তোরও তো ইচ্ছা ছিলো ভালোভাবে বিয়েটা করা।
আমিঃ হুম ইচ্ছা তো ছিলো, কিন্তু এখন টাকা কোথায় পাবো? অনেক টাকার দরকার,,,,
আয়মানঃ টাকা তো লাগবেই, টাকা ছাড়া কিছুই হবে না।
আমিঃ আগামী ১ বছর টাকা জমাতে হবে যদি অনুষ্ঠান করতে চাই।
আয়মানঃ আরে না, এটা পসিবল হবে না। তুই কি এই একবছর অবন্তীকে ওর বাবা বাসায় রেখে দিবি? এটা কিছুতেই হয় না।
আমিঃ সেটাই তো ভাবছি।
আয়মানঃ জুয়েল! আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
আমিঃ কি?
আয়মানঃ তুই তোর অফিস থেকে লোন নে। তাহলে তোর বেতন থেকে প্রতি মাসে একটা করে পার্সেন্টিস ওরা রেখে দিবে। এতে করে তোর উপর খুব বেশি প্রেশার পরবেনা।
আমিঃ জয়েন করেছি অল্প কিছু দিন হলো, এখন কি লোন দিবে? পুরাতন চাকুরীজীবী ছাড়া লোন দেয়না।
আয়মানঃ আরে বেটা, তুই লিমার সাথে কথা বল। দেখনা কিছু একটা হয় কিনা।
আমিঃ হুম দেখি।
এরপর আর কিছু কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফা রুমে গেলাম। আব্বু বসে বসে টিভি দেখতেছে। আমি গিয়ে বাবার পাশে বসলাম।
বাবাঃ কিরে কি অবস্থা, চাকরি কেমন চলছে।
আমিঃ এইতো ভালোই।
বাবাঃ আমার মেয়ে কেমন আছে?
আমিঃ ভালো। তোমাদের সাথে কথা হয়নি?
বাবাঃ হুম সব সময় হয়। তুই নাকি মহা ধুমধামে বিয়ে করতে চাস?
আমিঃ এগুলো কি বলো! (লজ্জায় আমার অবস্থা শেষ)
বাবাঃ ঠিকই তো বললাম। তোর নাকি সেই ছোট বেলা থেকে স্বপ্ন মহা ধুমধাম করে বিয়ে করবি। এখন আবার সেই ইচ্ছাটা জেগে উঠেছে।
আমিঃ ধুর এখানে বসবোই না।
আমি উঠে চলে গেলাম। বাবা বসে বসে হাসছে, আমি আম্মুর কাছে গেলাম, আম্মু রান্না করতেছে।
আম্মুঃ কিরে বাবার কাছ থেকে চলে আসলি কেন?
আমিঃ আরে ধুর আব্বু শুধু উল্টাপাল্টা কথা বলে।
আম্মুঃ ঠিকই তো বলছে।
আমিঃ আম্মু তুমিও বলছো। ধুর আমি রুমে গেলাম,,,,
রুমে এসে বসে রইলাম, চারপাশে যেন অবন্তীর স্মৃতি গুলো ছড়িয়ে আছে। আমি অবন্তীকে কল দিলাম।
আমিঃ কি করেন!
অবন্তীঃ একজনের কথা ভাবতেছিলাম আর উনিই কল দিলো।
আমিঃ আমিও, খুব মিস করছি। প্লিজ চলে আসো, অনুষ্ঠান পরে করবো।
অবন্তীঃ জ্বি না সাহেব, সেটা হচ্ছে না।
আমিঃ আমার উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে না?
অবন্তীঃ আমার বরের উপর প্রেশার পরবে এতে আপনার সমস্যা কোথায়!
আমিঃ সত্যিই মিস করছি
অবন্তীঃ হুম, আমিও করছি
আমিঃ ওকে রাখি।
কল কেটে দিলাম। অবন্তীর কথা ভাবতেছি এমন সময় আম্মু রুমে আসলো, ডেকে নিয়ে গেলো খাওয়ার জন্য।
আমি আব্বু আর আম্মু একসাথে খাচ্ছি এমন সময় আব্বু বললো....
বাবাঃ জানিস জুয়েল!
আমি উনার দিকে তাকালাম....
বাবাঃ আমাদের মানে তোর আম্মুর আর আমারও অনেক ইচ্ছা ছিলো আমাদের ছোট ছেলের বিয়েটা অনেক সুন্দর হবে। সবাই অনেক আনন্দ করবে, কিন্তু দেখ কেমন বাবা হলাম আমি সেই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না।
আমিঃ আব্বু এগুলো কি বলো? টাকা হলে সব করা যাবে। এতে টেনশন করার দরকার নেই।
আব্বুর মন খারাপ দেখে আমি উঠে চলে গেলাম। রাতের বেলা আব্বু আম্মু ঘুমিয়ে গেছে। আমি উঠে বের হয়ে গেলাম।
ভাইয়ার কাছে যাবো, কয়েকদিন ভাইয়ার কাছে যেতে পারিনি। আমার ভাইটা মন খারাপ করবে। বাইরে চাঁদের আলো ছিলো। আমি হেটে হেটে ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের মাথা বরাবর গিয়ে বসলাম।
ভাইয়ার কবরের পাশে কয়েকটা গাঁদাফুল গাছ লাগিয়ে ছিলাম সেগুলোতে ফুল ফুটেছে। দেখে মনে হচ্ছে ভাইয়া হাসতেছে।
"ভাইয়া কেমন আছিস? তুই হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গেছি। নারে ভাই আমি তোকে ভুলিনি,সময় পাইনি তোর কাছে আসার।
তোর কর্তব্য গুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি কিন্তু তোর মতো পারছিনা। তবুও চেষ্টা করতেছি।
ভাইয়া যেখানেই যাইনা কেন তোর অভাব টা আমি অনুভব করি, তোর স্মৃতি গুলো আমাকে ঘুমাতে দেয়না। ঘুমাতে গেলে তোর সাথে ঘুমানোর কথা মনে পড়ে, খেতে গেলে তোর সাথে ভাগাভাগি করে খাওয়ার কথা মনে পড়ে।
খেলা দেখতে গেলে তোর দলের বিরোধিতা করার কথা গুলো মনে পড়ে।
আজ সব আছে, ভালো একটা চাকরিও পেয়েছি, টাকা এখন নেই হয়তো ভবিষ্যৎ এ হবে। সব কিছু হয়তো পাবো কিন্তু তোকে পাবো না।
ভাই আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস, ভাই বিশ্বাস কর ১ সেকেন্ডের জন্যও আমি তোকে ভুলিনি। তোর অবন্তীকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো রাখার। পড়ালেখা করানোর, আমি সফল হয়েছি।
জানিস ভাইয়া প্রতি রাতেই আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি মাকে শান্তনা দিই না। তুই আবার এটা ভাবিস না আমি স্বার্থপর। আমি আম্মুকে শান্তনা দিই না এইজন্য যে আম্মুকে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার নেই।
অবন্তী এখনো তোকে অনেক ভালোবাসে। আমাকে মেনে নিলেও অবন্তীর মনে তুই যে জায়গাটা করে নিয়েছিস সেটাতে তুই সারা জীবন থাকবি।
ভাই আজকে সব আছে শুধু তুই নেই, আর একবারের জন্য আমাদের মাঝে ফিরে আয়। দেখে যা ওদের আমি ঠিকমতো রাখতে পারছি কিনা আর একবার এসে আমার সাথে ঝগড়া করে যা। এবার আর তোর সাথে মারামারি করবো না। তুই শুধু একবার আয়। """
চোখ দুটো ঝাপসা হয়ে গেছে আর কোনো কথাই আসছে না আমার মুখ দিয়ে। আরো কিছুক্ষণ ওখানে বসে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম।
পরের দিন ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম।
১১ টার দিকে লিমা আসলো...
লিমাঃ দুলাভাই জুয়েল নাকি এইটা?
আমিঃ মনে হয়।
লিমাঃ কি অবস্থা?
আমিঃ ভালো নারে। বিপদে আছি,,,
লিমাঃ কেন আবার কি হইছে। এবার তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। অবন্তী আমাকে সব কিছু বলেছে। তুই তো হারামি কিছুই বলবি না। এখন বল আবার কি হইছে?
আমিঃ...... (সব কিছু বললাম)
লিমাঃ ওরে অনেক টাকা লাগবে।
আমিঃ হুম। লোন ওতো দিবে না, কারন নতুন জয়েন করেছি
লিমাঃ হুম, আচ্ছা আমি ম্যানেজারকে বলে দিবো, দেখ কিছু হয় কিনা।
আমিঃ থেংক্স দোস্ত!
লিমাঃ একটা শর্ত আছে।
আমিঃ কিসের শর্ত? আচ্ছা বল শুনি,,,,
লিমাঃ যদি টাকা দেয় তাহলে তোদের বাসর ঘরটা আমি সাজাবো। আমার অনেক দিনের শখ, কিন্তু কেউ আমাকে সাজাতে দেয় না।
আমিঃ আচ্ছা ঠিক আছে। তুই আগে ম্যানেজারকে বলে দেখ।
লিমাঃ ওকে।
লিমা আমার ডেস্ক থেকে চলে গেলো। আমি অবন্তীকে কল দিয়ে কথাটা বললাম, অবন্তী শুনেই.......
চলবে.......
ভাবি যখন বউ - পর্বঃ ১৩
লিমা আমার ডেস্ক থেকে চলে গেলো। আমি অবন্তীকে কল দিলাম। কল দিয়ে কথাটা বললাম, অবন্তী শুনেই বললো....
অবন্তীঃ হইছে আর ঢং করতে হবে না। টাকা হাতে পেলে তারপর বলবে।
এ কথা বলে মোবাইল টা রেখে দিলো। লিমা কিছুক্ষণ পর ম্যানেজার এর রুম থেকে বের হলো....
লিমাঃ এই জুয়েল!
আমিঃ হুম বল।
লিমাঃ আমি ম্যানেজারকে বলে দিয়েছি, দেখ উনি কি বলে।
আমিঃ আচ্ছা ঠিক আছে।
লিমাঃ হুম ম্যানেজার হয়তো তোকে ডাকবে, যদি জিজ্ঞেস করে টাকা কেন দরকার তাহলে বলবি যে বাসার কাজ চলতেছে।
আমিঃ ওকে।
লিমাঃ আরো একটা গুড নিউজ আছে!
আমিঃ কি?
লিমাঃ আজকে সানি আসবে, আমি ওরে নিয়ে আসার জন্য যাচ্ছি।
আমিঃ সানি কে?
লিমাঃ তোর দুলাভাই, আমার হবু,,,,,
ভাবি যখন বউ - সকল পর্ব
আমিঃ বাহ! বিয়ের আগেই এতো প্রেম, বিয়ের পর কি করবি?
লিমাঃ তুই আর অবন্তী যেটা করবি আমরাও সেটা করবো।
আমিঃ আমাকে একটু বলিস, তোরা কি কি করস।
লিমাঃ মাইর খাবি ফাজিল। আচ্ছা আমি গেলাম,,,,
আমিঃ ওকে, আল্লাহ হাফেজ,,,
লিমা চলে গেলো। আমি বসে বসে কাজ করতে লাগলাম, দুপুর শেষ হয়ে বিকাল হয়ে গেলো, কিন্তু ম্যানেজারের কোনো খবিশ নাই। আমি ভাবতেছি টাকা হয়তো দিবে না।
ছুটি হওয়ার প্রায় ২০ মিনিট আগে পিয়ন আসলো আমার কাছে।
পিয়নঃ স্যার আপনাকে ডাকছে..
আমিঃ কে?
পিয়নঃ ম্যানেজার স্যার। এখন গিয়ে দেখা করেন।
আমিঃ আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি।
এক বুক আশা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম,,,
আমিঃ স্যার আসবো?
ম্যানেজারঃ মি.জুয়েল! আসুন ভিতরে আসুন।
আমিঃ থেংক ইউ স্যার।
ম্যানেজারঃ হুম, বসুন।
আমি বসলাম।
ম্যানেজারঃ আপনার নাকি টাকার খুব প্রয়োজন?
আমিঃ জ্বি স্যার।
ম্যানেজারঃ কতো?
আমিঃ ৩ লক্ষ হলে হবে।
ম্যানেজারঃ এতো টাকা দিয়ে কি করবেন?
আমিঃ স্যার বাসার কাজ চলতেছে।
ম্যানেজারঃ কিন্তু মি.জুয়েল আপনি জয়েন করেছেন যে এখনো একমাস হয়নি। আমরা এই মুহূর্তে আপনাকে এতো টাকা দিতে পারি না।
আমিঃ কেন স্যার, অন্যান্য কোম্পানি গুলোতে তো যারা কর্মকর্তা তাদের কে লোন দেয়,আর মাস শেষে বেতন থেকে কেটে নিয়ে যায়। আমার ক্ষেত্রেও একই টা করিয়েন।
ম্যানেজারঃ হুম লোন দেয়, আমরাও দিই। কিন্তু সেটা পুরাতন লোকদের কে। আপনি যে এই অফিসে সারাজীবন কাজ করবেন তার কোনো গ্যারান্টি আছে?
আমিঃ সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো আর এই মুহূর্তে চলে যাচ্ছি না। আর আমার সব কাগজপত্র আপনাদের কাছে আপনারা ওগুলো না দিলে তো আমি অন্য কোথাও চাকরি করতে পারবো না।
আমি যদি এই অফিস থেকে চলেও যাই তাহলে আপনাদের টাকা শোধ করে তারপরেই যাবো।
ম্যানেজারঃ সেটা নাহয় বুঝলাম। কিন্তু এতো গুলো টাকার জন্য আপনাকে কিছু ডোকোম্যান্ট জমা দিতে হবে।
আমিঃ কি?
ম্যানেজারঃ আপনাদের বাড়ির কাগজপত্র, যদি কোনো কারনে আপনি টাকা না দিয়ে চলে যান আমরা আপনার বাড়ি দখল করবো।
আমিঃ আচ্ছা ঠিক আছে দিবো।
ম্যানেজারঃ হুম, আর আপনার বর্তমান বেতন ২৫ হাজার টাকা, আমরা প্রতি মাসে ৫ হাজার কেটে নিবো। বাকি ২০ হাজার পাবেন।
আমিঃ ওকে স্যার।
ম্যানেজারঃ ওকে কালকে আসার সময় বাড়ির কাগজপত্র নিয়ে আসবেন।
আমিঃ আসি স্যার।
সালাম দিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম।
রাতে বসে বসে ভাবতেছি কি করে আব্বু আম্মুকে কাগজের কথা বলবো।
খাওয়ার সময় আব্বুকে বলেই দিলাম দলিলের কথা। বাবা কিছুই বললো না খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম।
কিছুক্ষণ পর আব্বু একটা ফাইল নিয়ে আমার রুমে আসলো। আমার হাতে দিয়ে বললো....
আব্বুঃ এখানে সব কিছু আছে। আমি জানি তুই খারাপ কিছু করবি না। আমি তোকে আমানত দিলাম,,,,,,
আমি কিছুই বললাম না। ফাইলটা রেখে দিলাম। অবন্তীকে কল দিলাম। কিছুক্ষণ কথা বলে মোবাইল রেখে দিলাম।
তারপর ঘুমিয়ে গেলাম,সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। ফাইলটা উনার হাতে দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করলাম।
১১ টার দিকে পিয়ন এসে ডেকে নিয়ে যায় ম্যানেজার নাকি আমাকে ডাকতেছে।
ম্যানেজার এর রুমে গেলাম। উনি আমাকে একটা চেক কেটে দিলো।
আমি তো খুশিতে শেষ। যাইহোক ম্যানেজার থেকে ১ ঘন্টার জন্য ছুটি নিলাম। নাহলে বিকালবেলা ব্যাংক বন্ধ হয়ে যাবে। আয়মানকে কল দিয়ে আসতে বললাম তারপর আয়মান আসলো।
ওরে নিয়ে টাকা টা ব্যাংক থেকে নিয়ে আসলাম। তারপর আবার অফিসে চলে গেলাম।
কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রাতে অবন্তীকে কল দিলাম।
অবন্তীঃ বলেন সাহেব! সারাদিন কোনো খবর ছিলো না আপনার এখন মনে হয়েছে তাই না?
আমিঃ সরি, কাজে ছিলাম তো তাই। তুমিও তো দাও নি
অবন্তীঃ মোবাইলে টাকা ছিলো না। তোমারে তো বলেছিলাম টাকা পাঠাতে বাট তুমি তো পাঠাও নি।
আমিঃ সরি, মনে ছিলো না।
অবন্তীঃ কয়দিন পর দেখা যাবে আমি যে তোমার বউ সেটাও মনে থাকবে না।
আমিঃ সেটা ভুলবো না। আচ্ছা শোনো।
অবন্তীঃ হুম বলো।
আমিঃ কালকে বিকালে একটু দেখা করিও তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে
অবন্তীঃ কি কথা এখন বলো।
আমিঃ মোবাইলে বলা যাবে না। সরাসরি বলবো।
অবন্তীঃ আচ্ছা ঠিক আছে। খাইছো?
আমিঃ না মাত্র বাসায় আসলাম। তুমি?
অবন্তীঃ না খাবো,একটু পর। তুমি খেয়ে ঘুমিয়ে যাও।
আমিঃ আচ্ছা ঠিক আছে।
তারপর খাওয়াদাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম।
এর মাঝে কয়েকবার অবন্তীকে কল দিলাম ওরে বললাম শাড়ি পড়ে আসতে।
বিকালবেলা আমাদের কলেজের সামনেই আসতে বললাম।
আমি কাজ শেষ করে সোজা কলেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর অবন্তী আসলো।
আমিঃ কি ব্যাপার এতো দেরি হলো কেন?
অবন্তীঃ এই সরি সরি, আসলে শাড়ি পরতে দেরি হয়ে গেছে।
আমিঃ মানে?
অবন্তীঃ তুমি তো জানো আমি শাড়ি পড়তে পারি না। কারো না কারো হেল্প লাগে। আজকে আম্মুও বাসায় নেই মামার বাড়ি গেছে। একটা কাজিন কে বলেছিলাম আসার জন্য। সে আসতে দেরি করে ফেললো। তাই আমারও দেরি হয়ে গেলো।
আমিঃ এতো কষ্ট হলে শাড়ি পরার কি দরকার ছিলো?
অবন্তীঃ না আসলে তো তোমার চেহারার দিকে তাকানো যেতো না। বলবে যে একটা রিকুয়েস্ট করেছি সেটাও রাখেনি।
আমিঃ আচ্ছা এবার বসো। বলো কি খাবে?
অবন্তীঃ আগে বলো তুমি যে এখানে আসছো আব্বু আম্মুকে বলেছো।
আমিঃ না বলার সময় পাইনি। অফিস থেকে সোজা এখানে চলে এসেছি।
অবন্তীঃ এটা কোনো কথা হলো?
আমিঃ সমস্যা নাই, আমি বাসায় গিয়ে বলে দিবো।
অবন্তীঃ এবার বলো কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না, সরাসরি বলতে হবে!
আমিঃ লোন তো পেয়ে গেছি।
অবন্তীঃ বাহ! আগে বলোনি কেন?
আমিঃ এখন তো বললাম। এখন কথা হচ্ছে আমি কয়দিনের ছুটি নিবো?
অবন্তীঃ ছুটি কেন?
আমিঃ আরে পাগল! বিয়ের জন্য কেনাকাটা করতে হবে, তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা তো ঠিক করতে হবে নাহলে আমি আন্দাজি ছুটি কিভাবে নিবো?
অবন্তীঃ তুমি এক সপ্তাহের জন্য ছুটি নাও।
আমিঃ এতো দিন দিবে না। সর্বোচ্চ দিলে ৩ দিন দিবে।
অবন্তীঃ তাহলে তোমার বিয়ে করার দরকার নেই।
আমিঃ আরে ধুর এগুলো কি বলো।
অবন্তীঃ ঠিকই তো বললাম, আচ্ছা তুমি কালকে অফিস করো। তারপরের কয়েকদিনের জন্য ছুটি নিও।
আমিঃ ওকে, শপিং কোন দিন করবে?
অবন্তীঃ শপিংয়ে যাবো পরশুদিন।
আমিঃ আচ্ছা ঠিক আছে।
অবন্তীঃ আচ্ছা শোনো বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি। রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখা হচ্ছেই।
আমিঃ এখন চলে যাবা?
অবন্তীঃ হুম।
আমিঃ এই যাওয়ার আগে একটা দিয়ে যাওনা!
অবন্তীঃ কি?
আমিঃ..... (গাল দেখিয়ে দিলাম)
অবন্তীঃ মাইর খাবা, বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না। আসি আমি,,,,
অবন্তী চলে যাচ্ছে আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভিতরে ভিতরে হাসতেছি।
তারপর আমিও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সব কিছু বললাম...
আম্মুঃ তোর বলা লাগবে না। অবন্তী আমাদের সব বলেছে।
আমিঃ ও, তাহলে তো ভালোই।
আম্মুঃ হুম, তুই ছুটে বেশি করে নিতে পারিস কিনা দেখিস।
আমিঃ এটাও বলেছে?
আব্বুঃ বলবে না কেন, ও কি তোর মতো হারামি নাকি?
আমিঃ আমি হারামি?
আম্মুঃ হুম আমাদের আদরের হারামি। যা বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যা।
তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বললাম।
তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজার এর রুমে গেলাম...
আমিঃ স্যার আসতে পারি?
ম্যানেজারঃ মি. জুয়েল! আসুন।
আমিঃ ধন্যবাদ স্যার।
ম্যানেজারঃ হুম কি অবস্থা বলেন?
আমিঃ এইতো স্যার আছি মোটামুটি।
ম্যানেজারঃ কিছু বলবেন নাকি?
আমিঃ জ্বি স্যার একটা কথা বলার ছিলো।
ম্যানেজারঃ হুম বলেন।
আমিঃ স্যার আমার কয়েকদিন ছুটি লাগবে। আমি দরকার হলে পরের দিন গুলোতে কাজ বাড়িয়ে করে দিবো।
ম্যানেজারঃ সেটা নাহয় বুঝলাম। কিন্তু ছুটি কয়দিনের জন্য চাচ্ছেন?
আমিঃ স্যার ১ সপ্তাহ।
ম্যানেজারঃ এতো দিন কি করবেন?
আমিঃ আসলে স্যার আমার বিয়ে। (মাথা নিচু করে বললাম)
ম্যানেজারঃ congratulations,,,,
আমিঃ থেংক ইউ স্যার।
ম্যানেজারঃ তো বিয়ে কখন?
আমিঃ আপনার ছুটির উপর নির্ভর করবে।
ম্যানেজারঃ আচ্ছা ঠিক আছে দিলাম।
আমিঃ ধন্যবাদ স্যার, আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইলো অবশ্যই আসবে। স্যার বিয়ের কার্ড এখনো বানানো হয়নি তাই দিতে পারিনি। আজকে গিয়েই বানাবো আর প্রথমটা আপনাকে দিবো।
ম্যানেজারঃ আচ্ছা ঠিক আছে দিয়েন। (হাসতে হাসতে)
আমিঃ ওকে স্যার আমি আসি তাহলে।
ম্যানেজারঃ আজকে কি কাজ করবেন?
আমিঃ জ্বি স্যার, কালকে থেকেই ছুটি কাটাবো
ম্যানেজারঃ ওকে যান।
তারপর বেরিয়ে গেলাম। নিজের ডেস্কে গিয়ে কাজ করলাম।
কাজ শেষ করে বাসায় চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বইতেছে।
রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।
আয়মানকে কল দিয়ে আমাদের বাসায় আসার জন্য বললাম। আব্বু আম্মুকেও রেড়ি হতে বললাম।
অবন্তীকে কল দিলাম...
অবন্তীঃ হ্যালো জুয়েল! তোমার নাম্বার অফ ছিলো কেন?
আমিঃ রাতে বন্ধ করে ঘুমাইছিলাম। রেড়ি হইছো?
অবন্তীঃ না হইতেছি।
আমিঃ আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসিও।
অবন্তীঃ আমার কাজিন প্রেমা আসতে চাইছে।
আমিঃ ওকে নিয়ে আসো।
অবন্তীঃ হুম, কোথায় আসবো?
আমিঃ গ্র্যান্ড হক টাওয়ারের সামনে আসো, আমরা ওখানে থাকবো।
অবন্তীঃ আচ্ছা ঠিক আছে।
আমিঃ ওকে।
কল কেটে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেড়ি হয়ে গেলাম। তারপর একটা CNG ডেকে আব্বু আর আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আয়মান সামনে দিয়ে বসলাম।
তারপর শপিংমলে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি অবন্তীর আসার কোনো খবর নাই। যাইহোক ৩০ মিনিট পর ওরা আসলো। বেয়াই বেয়ান একে অপরকে জড়িয়ে ধরলো, কিছুক্ষণ কথাবার্তা বললো, আমারও ইচ্ছা হয়েছিলো অবন্তীকে জড়িয়ে ধরি কিন্তু পাব্লিক প্লেসে এগুলো করা যাবে না।
যাইহোক তারপর ভিতরে গেলাম। প্রথমে আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম।
আব্বুর জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জুতা আরো কিছু জিনিষ নিলাম। আম্মুর জন্য শাড়ি, ব্লাউজ সহ আরো অনেক কিছু নিয়েছে। শ্বশুর শাশুড়ির জন্যও সেম জিনিষ নিলাম।
তারপর আয়মানকে নিতে বললাম কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজুরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারের আমিও একটা নিলাম।
প্রেমাকে বলার আগেই কেনাকাটা শুরু করে দিলো। আসলে মেয়েদের শখ একটু বেশিই, সেটা যদি জামাকাপড় এর উপর হয় তাহলে তো কথাই নাই।
প্রেমাও অনেক গুলো জামা নিলো। এরপর আমার সিরিয়াল আসলো।
আমার জন্য সব কিছু অবন্তী নিজেই চয়েস করলো। আব্বু আম্মুর জন্যও অবন্তী চয়েস করলো।
আমি অল্প কিছু নিলাম কারন টাকা টা হিসাবের মধ্যে রাখতে হবে পরে যাতে টানাটানি না হয়।
এরপর অবন্তীর পালা আসলো।
অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো।
আমিঃ বিয়েতে কেউ নীল পড়ে? বিয়েতে তো লাল পড়ে।
অবন্তীঃ আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পড়তে হবে, অন্য কোনো কালারের শাড়ি পড়া যাবে না!
আমিঃ আচ্ছা ঠিক আছে যেটা ভালো লাগে সেটাই কিনো।
অবন্তীর জিনিষ কিনতে কিনতে হয়রান হয়ে গেছি। অন্তত ৫০ টা দোকান গেছে। মেয়েদের যে এতো জিনিষ লাগে বিয়ে না করলে বুঝতাম না।
দীর্ঘ ৪ ঘন্টা শেষ অবন্তীর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম।
এরপর যে যার মতো বাসায় চলে আসলাম। আগামী কাল মেহমানদের দাওয়াত করতে হবে, পরশুদিন গায়ে হলুদ আর পরের দিন বিয়ে।
বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘুরাঘুরির কারনে ক্লান্ত লাগছিলো তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো।
পরের দিন ঘুম থেকে উঠে আয়মানকে সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ড গুলো রেড়ি করে আত্নীয় স্বজন, বন্ধু বন্ধক সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেক গুলো কার্ড দিয়ে দিলাম উনার পরিচিত যারা আছে তাদের দাওয়ার দেওয়ার জন্য।
আয়মান ডেকোরেশন করার জন্য সব রকম ব্যবস্থা করা শুরু করে দিলো।
পরের দিন মানে হলুদের দিন, সকাল থেকেই বাসা সাজানো শুরু করে দিলো। চারপাশে লাইট, ফুল দিয়ে বাসাটা অন্যরকম ভাবে সাজানো হলো।
অনেক দিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্নীয় স্বজনরা এক এক করে আসতে শুরু করলো।
আমি আর আয়মান বাজারে গেলাম। গিয়ে বাজার করে নিয়ে আসলাম।
বিকালবেলা অবন্তীকে কল দিলাম, তারপরেই.......
চলবে.........